প্রেমিকা

 


প্রেমিকা হতে হলে দায়িত্ববান হতে হয়।অগোছালো এক মানুষকে গুছিয়ে তোলার এক অদ্ভুত আকর্ষণ ভেতরে পুষে রাখতে হয়।প্রেমিকা হতে হলে কিছুটা ম্যাচিউরড হতে হয়।কিছুটা আহ্লাদী হতে হবে।প্রেমিকা হতে হলে বুকের খুব গভীরে" মা" নামক অনুভূতিটা পুষে রাখতে হয়।যে মা পরিবার অথবা সন্তানকে সর্বোচ্চটা দিয়ে আগলে রাখে।প্রেমিকা হতে হলে শান্ত নদীর মধ্যে গভীর ঢেউ তৈরী করে রাখতে হয় সবসময়।প্রেমিকা হতে হলে সর্বোচ্চটা দিতে হয়।অন্ধ অহংকার আর হীন ব্যাক্তিত্ববোধের আড়ালে যে মেয়ে নিজেকে ডুবিয়ে রেখেছে সবসময় সে আর যাই হোক কখনো কোন ভাল প্রেমিকা হয়ে উঠতে পারে নি।

দিনশেষে এক ভাল প্রেমিকা ই এক সুন্দর মনের স্ত্রী, এক সমৃদ্ধ মা।ভাল প্রেমিকা না হলে পরিপাটি করে ঘর সাজানো যায় না।যে মেয়ে বহুবার প্রতারিত কিন্তু বুকের খুব গভীরে প্রেম জন্মে আছে সে মেয়েটা দিব্যি নিজের ঘর খুঁজে পায়।একটা আপনার মানুষ খুঁজে পায় আগলে রাখার মত। যে ভালবেসে ধরে রাখার ক্ষমতা রাখে দিনশেষে সেই ই ভাল থাকার মত, ভালবাসার মত মানুষ খুঁজে পায়।চেঁকে বেড়ানো মানুষগুলো আর যাই হোক কখনো প্রেম পায় না।অনুভুতি একসময় বিষিয়ে ওঠে।ঘৃণা হয় নিজের উপর।কিছুকাল পর এই মানুষগুলোই উন্মাদের ন্যায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়,আশেপাশে তখন ঢিল ছোঁড়ার মত অনেক মানুষ জমে গেছে।
প্রেমিকা,স্ত্রী অথবা মা-যে আগলে রাখতে জানে সেই ই শুধু আপনার মানুষ খুঁজে পায়।চরিত্রের দূর্বলতা সবকিছু দিলেও আভ্যন্তরীণ সুখ দেয় না।প্রেমিকা হোক স্বচ্ছ জলের মত,আকাশের নীল মেঘের মত,উড়ে বেড়ানো পাখির ডানার মত,প্রেমিকা হোক শান্তির নীড়ের মত,বটগাছের ছায়ার মত,প্রচন্ড পিপাসায় হীমশীতল জলের মত।প্রেমিকা,শুধু প্রেমিকা ই হোক একদম নিজের মত,আয়নার সামনের প্রতিচ্ছবির মত অবিকল,হুবহু।
#তাপস

Post a Comment

0 Comments