ছোটপর্দার জনপ্রিয়, অপূর্ব সৌন্দর্য-এর অধীকারিনী তাসনিয়া ফারিন এর অফিসিয়াল পেইজে একটা বিবৃতি তে তিনি জানান-
ভাবছি যে ৫৫ লক্ষ মানুষ আমার এই ছোট্ট জীবনে একসাথে সচক্ষে দেখা সম্ভব হবে না। তবে Facebook এর বদৌলতে আমরা কিছুদিন পর গোটা সিঙ্গাপুরের জনসংখ্যা ছাড়িয়ে যেতে যাচ্ছি দেখে ভালো লাগল। এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ এবং আমার বিশ্বাস এই ৫৫ লক্ষ মানুষ একটি করে ভালো কাজ করলেও দেশ বদলে দেয়া সম্ভব। তাই চলুন সবাই মিলে আজ থেকে নিজেদের একটু করে বদলে ফেলি। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং যেকোন বিষয়ে আগে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাই।
0 Comments