দুই ডোজ টিকা নিয়েও রেহাই মিলল না চিকিৎসকের

দুই ডোজ টিকা নিয়েও করোনায় চিকিৎসকের মৃত্যু।


বাংলা ট্রিবিউন থেকে জানা গেছে, দুই ডোজ টিকা নেওয়ার পরও করো’নায় আ’ক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতা’লের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া রশীদ শাফির মৃ’ত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সাম’রিক হাসপাতা’লে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতা’লের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইস’লাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাকিয়া রশীদ টাঙ্গাইল শহরের পূর্ব আ’দালতপাড়ার বাসিন্দা। তিনি সে’নাবাহিনীর মেডিক্যাল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী’। এ ঘটনায় মৃ’তের পরিবারসহ টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. শফিকুল ইস’লাম সজীব জানান, প্রায় এক সপ্তাহ আগে জাকিয়া রশীদ (৪৬) করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হন। এরপর তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে লাইফ সা’পোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মা’রা যান।

প্রসঙ্গত, এ নিয়ে জে’লায় দুই চিকিৎসকের মৃ’ত্যু হলো। এর আগে গত ৯ জুলাই জে’লার মধুপুর উপজে’লা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমসিএইচ) মাজেদ আলী করো’নায় আ’ক্রান্ত হয়ে মা’রা যান।
সচেতন হউন, সাবধানে থাকুন।

Post a Comment

0 Comments